۸ مهر ۱۴۰۳ |۲۵ ربیع‌الاول ۱۴۴۶ | Sep 29, 2024
প্রেসিডেন্ট রাইসি
প্রেসিডেন্ট রাইসি

হাওজা / ইরানের প্রেসিডেন্ট বলেছেন, ইরান আগের চেয়ে আজ অনেক শক্তিশালী এবং মার্কিন যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা হোক না কেন, তারা কোনো ভুল করলে ইরান কড়া জবাব দেবে।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি বৃহস্পতিবার কেরমানশাহ প্রদেশে এক জনসমাবেশে ভাষণ দিতে গিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের যেকোনো ভুলের দ্রুত জবাব দেওয়া হবে।

তিনি বলেন, ইরান আজ আগের চেয়ে অনেক শক্তিশালী এবং এই অঞ্চল ও বিশ্বে আমেরিকান ও তার মিত্রদের যেকোনো ভুলের জবাব দেওয়া হবে।

সৈয়দ ইব্রাহিম রাইসি বলেছেন, ইরানের মহান জাতি এই অঞ্চলে কোনো অস্থিরতা বা সংকট সহ্য করবে না এবং এই অঞ্চলের মুসলিম দেশগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে অবমাননাকর সম্পর্ক ঘৃণা করে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, দেশটির সামরিক শক্তি আজ আঞ্চলিক নিরাপত্তার কারণ এবং ইহুদিবাদী শাসক পশ্চিম এশিয়া ও এশিয়ায় তাদের সম্পর্ক স্বাভাবিক করতে কখনোই সফল হবে না।

تبصرہ ارسال

You are replying to: .